Posts

আচমকা

Image
এক দমকা বাতাস উঠলো আকাশ মেঘে মেঘে মেঘে ছেয়ে গেলো মনে মনে মনে ছুঁয়ে গেলো আচমকা...আচমকা ।। তোমার ধুলো ধূসর জানালায়  স্মৃতি গুলো সব  ধুয়ে ধুয়ে ধুয়ে জল  হয়ে হয়ে এঁকে যায় কত শব্দ  আচমকা...আচমকা ।। অজানা কাব্যেরা সব শব্দ ভুলে মান অভিমানে জমে জমে  ক্ষোভ হয়ে হয়ে ঝরে ঝরে  ভেজা চিল হয়ে উড়ে যায়  আচমকা...আচমকা ।। রোদেলা দিনগুলো  সব হয়ে থাক  আঁধারের করাবন্দি মরীচিকা নদী বয়ে যাক আচমকা...আচমকা ।। হাসি আর কলরব সব  জলরঙ হয়ে ছড়িয়ে  গড়িয়ে জড়িয়ে লেপ্টে  ব্লটিং কাগজে শুষে নিক আচমকা...আচমকা ।।

ফুট ওভারব্রিজ

Image
আমি বরং ফুট ওভারব্রিজই হবো আমার বুকে হেটে যাবে হাজারো পথিক অথবা কেউ শুধুই দাঁড়াবে একটু জিরোতে গরম বিকেলে বাতাস খেতে বসবে আমার রেলিংয়ে হয়তো চড়ুই এসে বাসা বাধবে ছাদের এক কোনে ওর মতোই কোনো গৃহহীন মানুষ মাদুর পেতে শুবে রোজ রাতে...পাবে মাথা গোজার একটু ঠাঁই ফেরিওয়ালা পসরা সাজিয়ে বসে যাবে সকাল হলেই, বিক্রি জমবে খুব... ঝালমুড়ি, বাদাম কিংবা আমড়া কিনে দিবে কোনো বেকার প্রেমিক তার প্রেমিকার হাতে আর নীচে দিয়ে তখনো প্রতিযোগে ছুটেবে অনাবিল সুপ্রভাত আর জাবালে নূরেরা জেব্রাক্রসিং পিষে নতুন কোনো ফুট ওভারব্রিজ বানানোর আশায়...

নার্সিজমের আয়না

Image
শেকল পরিয়ে দুহাতে দুপায়ে বসে আছো নীরব নিথর হৃদয়ে নার্সিজমের আয়নায় বন্দি তুমি জীবন্মৃত হয়ে বেঁচে থাকা অদৃশ্য জগতে দৃষ্টির সীমানায় চকককে পর্দা মুখ বাঁধা কোনো অস্পৃষ্ট মুখোশে তুমি ক্লান্ত, অবসন্ত, ভাবনার জটে আটকে ভুলে গেছ পৃথিবী কোলাহল যত রং পর্দায় আঁকা অনুভূতি, ছুঁয়ে না দেখা, প্রতিকি রঙে হারিয়ে ফেলা ভালোবাসা, মায়াজালে হারানো জীবনের জয়গান, মরীচিকা পিছে ছুটে যাওয়া কোনো বাধ্য মিছিলে বিপন্ন বিষন্ন স্বপ্নহারা ভেঙে ফেল এই অপার্থিব জগৎ ছিড়ে ফেল সব বিভ্রান্তি শেকল চেয়ে দেখো আগামী দাঁড়িয়ে স্মৃতির অপেক্ষায় মুহূর্ত মুখর হোক প্রিয়মুখের হাসিতে, আনন্দে অশ্রুতে স্পর্শের উষ্ণতায়....

ঝগড়া

Image
একটা দিন চল‌্ ঝগড়া করি ভালোবাসা তো রোজই করি আজকে নাহয় ঝগড়া করি? গাল ফুলিয়ে নাক উচিয়ে চোখ রাঙিয়ে মুখ বাকিয়ে চল্ আজকে ঝগড়া করি। তুই তোকারি একটু গালি নতুন পূরণ দোষ টা খুঁজে চোখ টা বুজে, ঘাড় টা গুজে কান ফাটিয়ে ঝগড়া করি। কবে কোথায় কি করেছিস কই গিয়েছিস, কি দিয়েছিস, ভালোবাসায় কি কমতি ছিল কোন কাজ টা বাড়তি ছিল চল্ হিসেব কষে ঝগড়া করি।‌ ভালোবাসা তো রোজই করি আয় না আজকে ঝগড়া করি। [ভালবাসা দিবস থাকলেও ঝগড়া দিবস নাই এইধরনের চিন্তা হইতে নির্গত কাব্য প্রচেষ্টা] February 14, 2016

যখন আমি অ্যডিক্টেড ছিলাম!

Image
নেশাটা ঠিক কিভাবে কবে থেকে শুরু মনে নেই। কিন্তু আমরা যারা নব্বইএর দশকে বড় হয়েছি গল্পের বই ছিল আমাদের বিনোদন এর অন্যতম মাধ্যম। বিশেষ করে মফস্বল শহরে যারা বড় হয়েছি তাদের জন্য তো বটেই। তখন টিভি বলতে বিটিভি, আর কম্পিউটার মোবাইল ইন্টারনেট তো ভবিষৎ এর জিনিষ। যতদুর মনে পড়ে একেবারে ছোট বেলায় রুশদেশের উপকথা নামে আমার একটা বই ছিল। যত দিন পড়া শিখি নাই আম্মুর কাছে শুনে শুনেই গল্প গুলো সব মুখস্ত ছিল। বেশ অনেক গুলো গল্প ছিল তাতে রাশিয়ান লেখকদের। এখন আর রাশিয়ার বই এদিকে মনেহয় না আসে। যাই হোক পড়া শেখার পর আরো কত বার যে বইটা পড়েছি হিসাব নেই। এত প্রিয় ছিল বইটা। রাশিয়ান পাবলিকশেন বলেই কিনা বইটা এত ভাল ছিল বাইন্ডিংস আার পেজ গুলো কত বছরেও একটুও নষ্ট হয়নি। এর পর আমর এক স্কুল টিচার বইটি নিয়ে যতসম্ভব সেও হরায় ফেলে। সেটা ক্লাস ওয়ান টু এর ঘটনা হবে। অনেক দু:খ পাইছিলাম বইটা হারায়। পরে অনেক খুজেছি কোথাও পাওয়া যায় না কিনতে। ক্লাস ওয়ান কি টু তে থাকতে একবার স্কুল থেকে কোন বার্ষিক প্রতিযোগিতা কিংবা রেজাল্টের জন্য বেশ কিছু বই পুরষ্কার পাই। সেই থেকে যত সম্ভব শুরু। যাইহোক এর পর কোন ছোটদের পড়ার মত বই পেলেই সেটা পড়ে ফেলাটা...

ফেসবুক পরিচিতি

Image
 একদা দেখিনু এক ছোট্ট বালিকা, হাতে লয়ে মুঠোফোন করিছে কি খেলা। ডাকিয়া জিগ্গাসিনু, ওহে খুকি করিতেছ কি? তড়িত জবাব এল আমি নই খুকি! মুখ তুলে তাকাইল সে এমনি ভঙ্গিতে  করিয়াছি অন্যায় কোন, কিছুই না বুঝে। কহিল  উষ্মাভরে, জানো না যখন কেহ ফেসবুকে থাকে  উকি ঝুকি দেওয়া মানা সঠিক আদবে? দু:খিত হওয়া ছাড়া কিবা ছিল গতি? মুর্খ মানব আমি বুঝিনি প্রাইভেসি। কে জানিত এ যুগের গতি ও প্রকৃতি খোকা খুকু নেই আর, আছে যে ফেসবুক পরিচিতি। [ একটি সত্যঘটনা অবলম্বনে কবিগুরু প্রভাবিত কাব্য প্রচেষ্টা ] November 7, 2014

ওমানের দিন গুলো

Image
September 15, 2013 কামলা পারমিট করতে দিলাম ... 2 দিন পর আমি অফিসিয়াল বাংলাদেশি কামলা। যাউকগা, কাহিনি হইলা... ইমিগ্রেশনে জিগাইল বিদেশ যাবা করবাডা কি?  আমি কইলাম অফিসের কামে।  কয় মানে কামলা দিবার? পার্মিট আছে? আমি কই কিয়ের পার্মিট? আমি তো জব করি এইখানে, এক সফ্টওয়ার ফার্মে আছি।  তা করা হয় কি?  প্রোগ্রামার। ও তারমানে তো কামলাই। পার্মিট লাগবই নাইলে নট যাওয়া যাওই। কামলা পার্মিট ছাড়া বিদেশে কামলা পইজলামো?  দেন কি আর করা আইজ চরকির মত এ অফিস সে অফিস ঘুইরা অফিসিায়াল কামলা পারমিটের এপ্লাই কইরা আসলাম ... 😕 September 23, 2013 আজকে ৫ম দিন মাস্কট এ। মানুষ চাইলেই কত কিছুই পারে না? একা একা চলে আসলাম। পারছিও থাকতে প্রবলেম তো হচ্ছে না। শুধু কাছের মানুষগুলারে দেখতে পারিনা এই যা। একটু একা লাগে করার তো কিছু নাই। যাইহোক মাস্কট শহর টা একটু কেমন যেন। যেদিকে তাকানো যায় ধুসর বাদামি পাহাড়। এর মধ্যে দিয়েই উচুনিচু রাস্তা। গাছপালা নেই বল্লেই চলে। রাস্তাগুলো সুন্দর পরিষ্কার একটু ধুলা নেই। রাস্তার পাশ দিয়ে সবুজ ঘাস, সেইপ করা গাছ। তবে একটু বেশি আর্টিফিসিয়াল লাগে। বাড়ি গুলো সুন্দর ছিম ছাম। সব সা...