নার্সিজমের আয়না


শেকল পরিয়ে দুহাতে দুপায়ে
বসে আছো নীরব নিথর হৃদয়ে
নার্সিজমের আয়নায় বন্দি তুমি
জীবন্মৃত হয়ে বেঁচে থাকা অদৃশ্য জগতে

দৃষ্টির সীমানায় চকককে পর্দা
মুখ বাঁধা কোনো অস্পৃষ্ট মুখোশে
তুমি ক্লান্ত, অবসন্ত, ভাবনার জটে আটকে
ভুলে গেছ পৃথিবী কোলাহল যত রং

পর্দায় আঁকা অনুভূতি, ছুঁয়ে না দেখা,
প্রতিকি রঙে হারিয়ে ফেলা ভালোবাসা,
মায়াজালে হারানো জীবনের জয়গান,
মরীচিকা পিছে ছুটে যাওয়া কোনো বাধ্য মিছিলে
বিপন্ন বিষন্ন স্বপ্নহারা

ভেঙে ফেল এই অপার্থিব জগৎ
ছিড়ে ফেল সব বিভ্রান্তি শেকল
চেয়ে দেখো
আগামী দাঁড়িয়ে স্মৃতির অপেক্ষায়
মুহূর্ত মুখর হোক প্রিয়মুখের হাসিতে,
আনন্দে অশ্রুতে স্পর্শের উষ্ণতায়....

Comments

Popular posts from this blog

সুর গহীনে

স্বপ্নবতা

ফেসবুক পরিচিতি