ফেসবুক পরিচিতি



 একদা দেখিনু এক ছোট্ট বালিকা,

হাতে লয়ে মুঠোফোন করিছে কি খেলা।

ডাকিয়া জিগ্গাসিনু, ওহে খুকি করিতেছ কি?

তড়িত জবাব এল আমি নই খুকি!


মুখ তুলে তাকাইল সে এমনি ভঙ্গিতে 

করিয়াছি অন্যায় কোন, কিছুই না বুঝে।

কহিল  উষ্মাভরে, জানো না যখন কেহ ফেসবুকে থাকে 

উকি ঝুকি দেওয়া মানা সঠিক আদবে?


দু:খিত হওয়া ছাড়া কিবা ছিল গতি?

মুর্খ মানব আমি বুঝিনি প্রাইভেসি।

কে জানিত এ যুগের গতি ও প্রকৃতি

খোকা খুকু নেই আর, আছে যে ফেসবুক পরিচিতি।


[ একটি সত্যঘটনা অবলম্বনে কবিগুরু প্রভাবিত কাব্য প্রচেষ্টা ]

November 7, 2014

Comments

Popular posts from this blog

সুর গহীনে

স্বপ্নবতা

যখন আমি অ্যডিক্টেড ছিলাম!