ফুট ওভারব্রিজ
আমার বুকে হেটে যাবে হাজারো পথিক
অথবা কেউ শুধুই দাঁড়াবে একটু জিরোতে
গরম বিকেলে বাতাস খেতে বসবে আমার রেলিংয়ে
হয়তো চড়ুই এসে বাসা বাধবে ছাদের এক কোনে
ওর মতোই কোনো গৃহহীন মানুষ মাদুর পেতে শুবে
রোজ রাতে...পাবে মাথা গোজার একটু ঠাঁই
ফেরিওয়ালা পসরা সাজিয়ে বসে যাবে
সকাল হলেই, বিক্রি জমবে খুব...
ঝালমুড়ি, বাদাম কিংবা আমড়া কিনে দিবে
কোনো বেকার প্রেমিক তার প্রেমিকার হাতে
আর নীচে দিয়ে তখনো প্রতিযোগে ছুটেবে
অনাবিল সুপ্রভাত আর জাবালে নূরেরা
জেব্রাক্রসিং পিষে
নতুন কোনো ফুট ওভারব্রিজ বানানোর আশায়...
Comments
Post a Comment