ঝগড়া



একটা দিন চল‌্ ঝগড়া করি
ভালোবাসা তো রোজই করি
আজকে নাহয় ঝগড়া করি?


গাল ফুলিয়ে
নাক উচিয়ে
চোখ রাঙিয়ে
মুখ বাকিয়ে
চল্ আজকে ঝগড়া করি।

তুই তোকারি একটু গালি
নতুন পূরণ দোষ টা খুঁজে
চোখ টা বুজে, ঘাড় টা গুজে
কান ফাটিয়ে ঝগড়া করি।

কবে কোথায় কি করেছিস
কই গিয়েছিস, কি দিয়েছিস,
ভালোবাসায় কি কমতি ছিল
কোন কাজ টা বাড়তি ছিল
চল্ হিসেব কষে ঝগড়া করি।‌

ভালোবাসা তো রোজই করি
আয় না আজকে ঝগড়া করি।


[ভালবাসা দিবস থাকলেও ঝগড়া দিবস নাই এইধরনের চিন্তা হইতে নির্গত কাব্য প্রচেষ্টা]

February 14, 2016

Comments

Popular posts from this blog

সুর গহীনে

স্বপ্নবতা

ফেসবুক পরিচিতি