মৃত্যুর চিৎকার

আমার অস্তিত্ব পৃথিবীর নির্জনতায়
আমার অন্তিম সুর বাজে কান্নায়
বোমার আঘাতে শতছিন্ন এ বুক
রক্তের লালিমায় রাঙ্গানো আমার যত সুখ
মিথ্যার কালোয় ঢাকা সত্যের সব আলো
অসহায় চেয়ে রয় আশাহীন চোখ গুলো
ধ্বংশ ধুসর প্রান্তর আমার চিন্তায়
আমি বেচে আছি
আমি জেগে আছি
মৃত্যুর আশায়।
নেই শান্তির সাদা ছায়া আকাশে আমার
কালো ধোয়ায় আচ্ছন্ন চারিধার
বারুদের গন্ধ বয়ে আনে উত্তপ্ত বাতাশ
প্রতিহিংশার রঙে রঙহীন বিবর্ন আমার আকাশ
চিৎকার, হাহাকার, ক্ষুধা আর ক্লান্তিতে ভেঙ্গে পড়া আমি
শুনি বিদ্ধস্ত ক্ষত দেয়ালের শেষ দীর্ঘশ্বাস
মৃত্যুর ছায়া দেখি সময়ের আয়নায়
আমি বেচে আছি
আমি জেগে আছি
মৃত্যুর আশায়।
মৃত্যু আজ মৃত্যু চারিধার
কান পেতে শুনি মৃত্যুর চিৎকার..........

Comments

Popular posts from this blog

সুর গহীনে

স্বপ্নবতা

ফেসবুক পরিচিতি