Posts

Start of an End

Image
আওয়ামীলীগ তাদের এই পুরো শাসনামলে এটলিস্ট একটা কাজ করতে পেরেছে তা হলো এই প্রজন্ম কে মুক্তিযুদ্ধের চেতনা কে ধারণ করা শিখিয়েছে। বঙ্গবন্ধু কে চিনিয়েছে। মুক্তিযোদ্ধা আর রাজাকার এর পার্থক্য বুঝিয়েছে। মুক্তিযুদ্ধের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক কিংবা অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে এমনকি খোদ আওয়ামী লীগের বড় বড় পদধারী নেতা দের চেয়েও অনেক ক্ষেত্রে বেশি জানে এই প্রজন্ম। তারা জানে স্বাধীনতার প্রকৃত অর্থ কি। আপনারা নিজের অজান্তেই এক একটি মুক্তিযোদ্ধা তৈরি করে ফেলেছেন। যেই যোদ্ধারা ৫২ এর অন্যায্য দাবি মেনে নেয় নি। যারা ৬৯ এর সড়যন্ত্র মেনে নেয় নি। যারা ৭১ এর হানাদারের বিরুদ্ধে লড়াই করে দেশটাই স্বাধীন করে ফেলেছে। আপনি এখন সেই প্রজন্মকে দাবায় রাখতে চাইলে তারা মেনে নিবে না এটাই স্বাভাবিক। তারা অন্যায় দেখলে চুপ থাকবে না এটাই স্বাভাবিক। তাদের কে আর ভুগিচুগি দিয়ে বুঝায় রাখা যাবে না। আপনি তাদের রাজাকার বললে তারা প্রচণ্ড অপমানিত বোধ করবে। অভিমানে ছুড়ে ফেলতে দ্বিধা করবে না শৈশবের প্রিয় লেখক কেও। তারা এক পলকেই বুঝে নিবে কে আসল আর কে চেতনার মুখোশধরি। এই প্রজন্ম কে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে দিয়ে আর বি...

সুর গহীনে

Image
আমার একলা মনের গহীন কোনে বাসা বাঁধে কোন সে সুর আমার স্বপ্নচূড়ার অগোচরে চাঁদের শহর অনেক দূর দূর... বহু দূর... দূরে দূরে ভবঘুর। আমার একলা মনের গহীন কোনে বাসা বাঁধে কোন সে সুর... মুঠো ফোনে পর্দা জুড়ে বয়ে যাওয়া কোন সে সুখী মন গহীনের বাদল ছায়ে পাষাণ হৃদয় কোন বিরাগী দূর... বহু দূর... লুকোচরি মেঘ রোদ্দুর। আমার একলা মনের গহীন কোনে বাসা বাঁধে কোন সে সুর... অন্তর্জালের অতল তলে নাই বা পেলাম তোমার দেখা ভালোবাসার অস্ফুট স্বর সুর সাগরে ভাসবো মোরা... দূর... বহু দূর... সুরে সুরে সুমধুর... আমার একলা মনের গহীন কোনে বাসা বাঁধে কোন সে সুর...

২০২১ ...

অবশেষে বছর টা শেষ হলো শুরু হলো নতুন বছর। ২০২১ আমার জন্য খুব খারাপ একটা বছর হয়ে থাকবে। বছরের শুরুতে আব্বুর ব্লাড ক্যান্সার (AML) ধরা পরে. তারপর থেকেই সব কিছু যেন এলোমেলো হয়ে গেলো। আব্বুকে নিয়ে হাসপাতাল ডাক্তার ইন্ডিয়া বাংলাদেশ করতে করতেই কিভাবে বছর টা পার হয়ে গেলো বুঝতেই পারলাম না। ক্যান্সার এর সাথে যুদ্ধ খুব কঠিন একটা যুদ্ধ। যারা এর মধ্যে দিয়ে গেছে তারাই শুধু জানে। মাত্র আট মাসের মাথায় নভেম্বর এর ১০ তারিখ, আব্বু চলে গেলো আমাদের ছেড়ে। যে যুদ্বে হেরে যেতে হবে জানতাম কিন্তু তা যে এতো কম সময়ে সেটা জানা ছিল না। বেঁচে থাকার জন্য আমার আব্বুর এই সংগ্রামের এই আট মাস আমরা সকলেই যে অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে গিয়েছিলাম তা আমাকে অনেক কিছুই শেখালো। সব কিছু গুছিয়ে লেখাটাও যে বেশ কঠিন কাজ তা লিখতে গিয়ে বুঝেছি। আরো কয়েকবারই লেখার চেষ্টা করেছি কিন্তু বিক্ষিপ্ত ভাবনা গুলোকে আকার দেওয়াটা খুব একটা সহজ কাজ না। তারপরেও লেখার চেষ্টা করছি হয়তো অভিজ্ঞতা গুলো অনেকের কাজেও আসতে পারে।  বছরের শুরুটা আব্বুর হালকা অসুস্থতা দিয়ে। আমার আব্বু শারীরিক ভাবে খুব ফিট একজন মানুষ ছিল।  ছোটো খাটো অসুস্থতা সে কোনোদিন কে...

আপনারা যারা মুমিনুল গং এর সাথে ইসলামী বিপ্লব ঘটাতে চান …

Image
আপনারা যারা মুমিনুল গং এর সাথে ইসলামী বিপ্লব ঘটাতে চান …  অবশ্যই ইসলামী বিপ্লব একটা ব্যাপার বটে। তবে তার আগে নিজেদের অওকাদ কতটুকু সেইটাও একটু দেখে নিবেন। থামেন আগেই দা বটি নিয়ে ছুইটা আইসেন না। কোন দুঃখে এই কথা বলি সেইটাও একটু শুনেন।  একটা প্রশ্ন করি মহানবীর হাতে মদিনায় ইসলাম প্রতিষ্ঠার পর এত দ্রুত কেন প্রায় অর্ধেক পৃথিবী ইসলামী শাসন ব্যবস্থার আন্ডারে চলে এলো? সেই শাসন ব্যবস্থা চললো প্রায় ১০০০ বছর। তার মানে নিশ্চয় কিছু একটা ছিল তাই না? যা মানুষ গ্রহণ করতে বাধ্য হয়েছিল। কি ছিল সেইটা? কারণ টা হলো, সেই সময় ইসলাম ছিল সেই যুগের তুলনায় অনেকটাই আধুনিক, অগ্রগামী। ইউরোপ যখন অন্ধকার যুগে আর এশিয়া যখন কুসংস্কারে নিমজ্জিত ইসলাম তখন আধুনিক সভ্যতা, শাসন ব্যবস্থা নিয়ে রাজ্যের পর রাজ্য জয় করে গেছে। সর্বশেষ যেই অটোমান আমলে ইসলাম সবচেয়ে বড় সাম্রাজ্যে পরিণত হয় তখনো ইউরোপ ধর্মান্ধ পোপ আর গির্জার প্রভাব থেকে বের হতে পারেনি। এই কথা গুলো বলার উদ্দেশ্য হচ্ছে স্পষ্টতই যখন ইসলাম পৃথিবী শাসন করছে তখন তারাই ছিল সেই সময়ের সবচেয়ে আধুনিক সম্প্রদায়। জ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে রাষ্ট্র কিংবা সামরিক বিদ্যা, ইতি...

আচমকা

Image
এক দমকা বাতাস উঠলো আকাশ মেঘে মেঘে মেঘে ছেয়ে গেলো মনে মনে মনে ছুঁয়ে গেলো আচমকা...আচমকা ।। তোমার ধুলো ধূসর জানালায়  স্মৃতি গুলো সব  ধুয়ে ধুয়ে ধুয়ে জল  হয়ে হয়ে এঁকে যায় কত শব্দ  আচমকা...আচমকা ।। অজানা কাব্যেরা সব শব্দ ভুলে মান অভিমানে জমে জমে  ক্ষোভ হয়ে হয়ে ঝরে ঝরে  ভেজা চিল হয়ে উড়ে যায়  আচমকা...আচমকা ।। রোদেলা দিনগুলো  সব হয়ে থাক  আঁধারের করাবন্দি মরীচিকা নদী বয়ে যাক আচমকা...আচমকা ।। হাসি আর কলরব সব  জলরঙ হয়ে ছড়িয়ে  গড়িয়ে জড়িয়ে লেপ্টে  ব্লটিং কাগজে শুষে নিক আচমকা...আচমকা ।।

ফুট ওভারব্রিজ

Image
আমি বরং ফুট ওভারব্রিজই হবো আমার বুকে হেটে যাবে হাজারো পথিক অথবা কেউ শুধুই দাঁড়াবে একটু জিরোতে গরম বিকেলে বাতাস খেতে বসবে আমার রেলিংয়ে হয়তো চড়ুই এসে বাসা বাধবে ছাদের এক কোনে ওর মতোই কোনো গৃহহীন মানুষ মাদুর পেতে শুবে রোজ রাতে...পাবে মাথা গোজার একটু ঠাঁই ফেরিওয়ালা পসরা সাজিয়ে বসে যাবে সকাল হলেই, বিক্রি জমবে খুব... ঝালমুড়ি, বাদাম কিংবা আমড়া কিনে দিবে কোনো বেকার প্রেমিক তার প্রেমিকার হাতে আর নীচে দিয়ে তখনো প্রতিযোগে ছুটেবে অনাবিল সুপ্রভাত আর জাবালে নূরেরা জেব্রাক্রসিং পিষে নতুন কোনো ফুট ওভারব্রিজ বানানোর আশায়...

নার্সিজমের আয়না

Image
শেকল পরিয়ে দুহাতে দুপায়ে বসে আছো নীরব নিথর হৃদয়ে নার্সিজমের আয়নায় বন্দি তুমি জীবন্মৃত হয়ে বেঁচে থাকা অদৃশ্য জগতে দৃষ্টির সীমানায় চকককে পর্দা মুখ বাঁধা কোনো অস্পৃষ্ট মুখোশে তুমি ক্লান্ত, অবসন্ত, ভাবনার জটে আটকে ভুলে গেছ পৃথিবী কোলাহল যত রং পর্দায় আঁকা অনুভূতি, ছুঁয়ে না দেখা, প্রতিকি রঙে হারিয়ে ফেলা ভালোবাসা, মায়াজালে হারানো জীবনের জয়গান, মরীচিকা পিছে ছুটে যাওয়া কোনো বাধ্য মিছিলে বিপন্ন বিষন্ন স্বপ্নহারা ভেঙে ফেল এই অপার্থিব জগৎ ছিড়ে ফেল সব বিভ্রান্তি শেকল চেয়ে দেখো আগামী দাঁড়িয়ে স্মৃতির অপেক্ষায় মুহূর্ত মুখর হোক প্রিয়মুখের হাসিতে, আনন্দে অশ্রুতে স্পর্শের উষ্ণতায়....