Posts

কোডিং কাব্য (রম্য )

যদি কেড়ে নিতে বল কোডিংএ ঠাসা পিসি যেন কেড়ে নিতে দিব না যদি ছেড়ে যেতে বল লজিকে ঠাসা জীবন যেন আমি ছাড়তে পারব না আর আমি আমি , জানি জানি এতে সুখ কতখানি সৃষ্টি করে যাই রোজ.....  😊😊😊

অনুগল্প : রানাপ্লাজা

Image
আজ কয়দিন হইছে?  হিসাব নাই।  সারাক্ষন ঘুটঘুইটা আন্ধার কেমনে হিসাব করি?  ৩দিন?  ৪দিন?  মানুষ নাকি ৩দিনের বেশি বাচে না খেয়ে। আমি?  হয়ত মরেই গেছি। অথবা মরিনি।  আমার, আমাদের আবার বাচা মরা। গরিব মানুষ বুঝেনি তো। ও কিছু না।  শুধু এইভাবে থাকাতে খুব খারাপ লাগছে। হাজার হলেও মানুষ তো। এই ধরেন মাথার সাথে ছাদ টা লাইগা আছে পুরা নট নড়নচড়ন অবস্থা বুঝলেন? তার উপর আবার সামনে মর্জিনা আর আমার নিচে বিলকিস। আশে পাশে আছে আরো ২ ৩ জন মত, বাইচা নাই একজন ও। এত আন্ধার দেখাও যায় না কিছু।  বিলকিস মরছে আরো অনেক আগে তাও দুইদিন তো হইবই মিনিমাম। মর্জিনারো কোন সাড়া শব্দ নাই। বুঝলেন আমিই যে বাইচে আছি না মইরেগিছি টের পাইনা। প্রথম প্রথম কানতেছিলাম খুব কানতেছিলাম। বিলকিস আর মর্জিনা পানি পানি করতেছিল। আমারো গলা শুকায় কাঠ। কি করুম একটু পর শক্ত হইলাম। দুইডারে বুঝদিতে লাগলাম আসব, কেউ না কেউ আসব। ধৈর্য ধর আসব। কিন্তু কেউ তো আইলো না।  তাও আসা কইরে থাকি। এ ছাড়া আর কি বা করতে পারি কন? একসময় না আর কিছু চিন্তা করতে পারতেছিলাম না। কেম যেন স্বপ্ন স্বপ্ন লাগে। এই মনেহয় ঘুমে এই মনেহয় ...

স্বপ্ন চক্র (গল্প)

Image
হঠাৎ ঘুম ভেঙে যায় তার। বুকের ভেতর প্রচন্ড গতিতে লাফাচ্ছে হৃদপিন্ডটা। চাপ ধরে আছে চাপা আতঙ্ক। সারা শরীর ঘামে ভিজে গেছে। সে বুঝতে পারে যে, এইমাত্র সে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। কিন্তু কি দেখেছে, মনে করতে পারে না।  কি এমন ছিল তার স্বপ্নে, যা দেখে সে এমন আতঙ্কগ্রস্থ হয়ে গেল? কি এমন ভয়ঙ্কর জিনিষ, যা দেখে তার হাত পায়ে কাঁপন উঠে গেছে ? নাহ্‌ ! কি হল ? মনে মনে ভাবে সে। কিছুতেই মনে করতে পারে না সে ওই স্বপ্নের কথা। বালিশের পাশ থেকে হাতরে চশমাটা তুলে চোখে দেয় সে। এরপর তাকায় দেয়াল ঘড়িটার দিকে। সেখানে তখন বাজে সাতটার কিছু বেশি। ব্যস্ত হয়ে উঠে বসে। হায় হায় সাতটা বাজে ? সাড়ে আটটায় না তার ক্লাস ?! উঠে পড়ে বিছানা থেকে। বাথরুমে যায়, ব্রাস করে, এর পর নাস্তা... ঢুকে যায় প্রাত্যহিক ব্যস্ততার মধ্যে। কিন্তু পিছু ছাড়ে না তাকে সেই স্বপ্ন। কি এমন দেখে ছিল সে ঐ শেষ রাতের স্বপ্নে ? নাহ্‌ কিছুতেই মাথাই আসে না তার। যেন একটু একটু এসেই আবার হারিয়ে যাচ্ছে। অনেকটা পেটে আসছে মুখে আসছে না এর মত। ক্লাসে গিয়েও মন বসাতে পারেনা পড়াতে। স্যার কি পড়াচ্ছেন কিছুই তার মাথায় ঢুকছে না। শুধু মাথার ভেতর একই ...

বাসন্তী ভালোবাসা

বসন্ত আসে বসন্ত যায় ...  সাদাকালো মনে আমার রং কেন লাগেনা? সব নাকি রঙিন লাগে কি জানি কি ভালবেসে... আমর হৃদয় ধুসরই রয়... সখি ভালবাসা কারে কয়???

বিজয় বাংলাদেশ

Image
এমন দেশটি কোথাও খুজে পাবেনাতো তুমি, ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভুমী …. জানি এইটা আজাইরা সেন্টিমেন্ট ছাড়া কিচ্ছুনা। এই দেশের চেয়ে অনেক সুন্দর দেশ আছে দুনিয়ায়। জন্মের পর থেকে শুনে আসছি আমরা হইলাম গরিব। বুদ্দি হওয়ার পর বুঝলাম আমরা শুধু গরিবই না চোর হিসাবেও ভালই সুনাম। প্রায়ই চুরিতে ১ম হই আরকি। আর কুপাকুপি খুনাখুনি তো আছেই। প্রশ্ন হল আজ বিজয় দিবসে আমি এই কথা কেন বলছি?  আমি যুদ্ধ দেখিনাই বিজয়ও দেখিনাই কিন্তু জানি কতটা ভয়াবহ ছিল সেই যুদ্ধ কতটা ত্যাগ ছিল সেই বিজয়ে,  অনুভব করি। কিন্তু একই সাথে আমি প্রশ্ন করি কেন বিজয়ের ৪০বছর পরেও আমরা পরাধীন দারিদ্রের হাতে? কেন আমাদের পায়ে দুর্নীতির শেকল? কেন সন্ত্রাসের হাতে জিম্মি আজও?  আমি কি দায়ী করতে পারি না সেই প্রজন্মকে? বলতে কি পারিনা তোমরা স্বাধিনতা এনেদিলে ঠিকই কিন্তু তা রক্ষা করতে ব্যার্থ? তোমাদের উপর আর কোনো আস্থা নেই আমার। আমি খুব আশা নিয়ে বসে আছি পরের প্রজন্মের জন্য যারা যুদ্ধ দেখেনাই কিন্তু বুক তাদের দেশের জন্য ঠিকই ভালবাসায় পুর্ন। তারা কথায় কথায় নিজেদের মধ্যে বিভক্তি নিয়ে আসে না। আজ তোমাদের শত বাধার পরেও দেশ যে একটু একটু কর...

জড়তা

Image
অর্থহীন অবসর অনন্ত কাল অপেক্ষা গতিহীন নিশ্চল সময় জড় বস্তুর মত বেচে থাকা বসে থাকা অনেকের মাঝে একা হারিয়ে ফেলা জীবনের এক তৃতিয়াংশ জ্যামে বসে এস এম এস কাব্য ...  December 2, 2010

মৃত্যু দেখে আর কাঁদিনা

মৃত্যু দেখে আর কাঁদিনা হইনা বিচলিত হোক না যত বিভৎস সে লাশ ধোয়া ওঠা ঝলসানো অথবা চিরে চ্যাপ্টা থ্যাতলানো কিংবা টুকরো করে ছড়ানো মুখ ফিরিয়ে হেটে যেতে পারি পাশ দিয়ে ইন্দ্রিয় আছে তবে নেই তাতে অনুভুতি আমরা চলতে হয় তাই চলি বলতে হয় তাই বলি চোখে কোন দৃষ্টি নেই মনে কোন বাসনা নেই ভালোবাসা নেই আবেগ নেই বুকের মধ্যে কষ্ট নেই আমরা শুধুই বেচেরই এখনো মরিনি বলে সত্যিই কি মরনি? নাকি একদল জিবাম্মৃত এই ভুতুড়ে বিষাক্ত শহরে?