বিজয় বাংলাদেশ

এমন দেশটি কোথাও খুজে পাবেনাতো তুমি, ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভুমী …. জানি এইটা আজাইরা সেন্টিমেন্ট ছাড়া কিচ্ছুনা। এই দেশের চেয়ে অনেক সুন্দর দেশ আছে দুনিয়ায়। জন্মের পর থেকে শুনে আসছি আমরা হইলাম গরিব। বুদ্দি হওয়ার পর বুঝলাম আমরা শুধু গরিবই না চোর হিসাবেও ভালই সুনাম। প্রায়ই চুরিতে ১ম হই আরকি। আর কুপাকুপি খুনাখুনি তো আছেই। প্রশ্ন হল আজ বিজয় দিবসে আমি এই কথা কেন বলছি? 

আমি যুদ্ধ দেখিনাই বিজয়ও দেখিনাই কিন্তু জানি কতটা ভয়াবহ ছিল সেই যুদ্ধ কতটা ত্যাগ ছিল সেই বিজয়ে,  অনুভব করি। কিন্তু একই সাথে আমি প্রশ্ন করি কেন বিজয়ের ৪০বছর পরেও আমরা পরাধীন দারিদ্রের হাতে? কেন আমাদের পায়ে দুর্নীতির শেকল? কেন সন্ত্রাসের হাতে জিম্মি আজও? 

আমি কি দায়ী করতে পারি না সেই প্রজন্মকে? বলতে কি পারিনা তোমরা স্বাধিনতা এনেদিলে ঠিকই কিন্তু তা রক্ষা করতে ব্যার্থ? তোমাদের উপর আর কোনো আস্থা নেই আমার। আমি খুব আশা নিয়ে বসে আছি পরের প্রজন্মের জন্য যারা যুদ্ধ দেখেনাই কিন্তু বুক তাদের দেশের জন্য ঠিকই ভালবাসায় পুর্ন। তারা কথায় কথায় নিজেদের মধ্যে বিভক্তি নিয়ে আসে না। আজ তোমাদের শত বাধার পরেও দেশ যে একটু একটু করে এগিয়ে চলছে তা শুধুমাত্র নতুন এই প্রজন্মের প্রচন্ড উদ্দমের ফল। 

তারা আছে একটা সুযোগের অপেক্ষায়। আশায় আছে নিজে থেকে কিছু করার। তারা আজ বুকে হাত রেখে বলে গড়ব বাংলাদেশ, সোনার বাংলাদেশ, বুকে আশা মনে ভালবাসা। সেই স্বপ্নের সোনার বাংলাদেশের অপেক্ষায় আজকে আমাদের সবার অংগিকার হোক …. গড়ব বাংলাদেশ।

Comments

Popular posts from this blog

সুর গহীনে

স্বপ্নবতা

যখন আমি অ্যডিক্টেড ছিলাম!