স্বপ্ন চক্র (গল্প)



হঠাৎ ঘুম ভেঙে যায় তার। বুকের ভেতর প্রচন্ড গতিতে লাফাচ্ছে হৃদপিন্ডটা। চাপ ধরে আছে চাপা আতঙ্ক। সারা শরীর ঘামে ভিজে গেছে। সে বুঝতে পারে যে, এইমাত্র সে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। কিন্তু কি দেখেছে, মনে করতে পারে না।  কি এমন ছিল তার স্বপ্নে, যা দেখে সে এমন আতঙ্কগ্রস্থ হয়ে গেল? কি এমন ভয়ঙ্কর জিনিষ, যা দেখে তার হাত পায়ে কাঁপন উঠে গেছে ? নাহ্‌ ! কি হল ? মনে মনে ভাবে সে। কিছুতেই মনে করতে পারে না সে ওই স্বপ্নের কথা।


বালিশের পাশ থেকে হাতরে চশমাটা তুলে চোখে দেয় সে। এরপর তাকায় দেয়াল ঘড়িটার দিকে। সেখানে তখন বাজে সাতটার কিছু বেশি। ব্যস্ত হয়ে উঠে বসে। হায় হায় সাতটা বাজে ? সাড়ে আটটায় না তার ক্লাস ?! উঠে পড়ে বিছানা থেকে। বাথরুমে যায়, ব্রাস করে, এর পর নাস্তা... ঢুকে যায় প্রাত্যহিক ব্যস্ততার মধ্যে। কিন্তু পিছু ছাড়ে না তাকে সেই স্বপ্ন। কি এমন দেখে ছিল সে ঐ শেষ রাতের স্বপ্নে ? নাহ্‌ কিছুতেই মাথাই আসে না তার। যেন একটু একটু এসেই আবার হারিয়ে যাচ্ছে। অনেকটা পেটে আসছে মুখে আসছে না এর মত। ক্লাসে গিয়েও মন বসাতে পারেনা পড়াতে। স্যার কি পড়াচ্ছেন কিছুই তার মাথায় ঢুকছে না। শুধু মাথার ভেতর একই চিন্তা, কি দেখে ছিল সে ঐ স্বপ্নে ? কেন যেন তার মনে হচ্ছে, এই মনে হওয়াটা তার জন্য খুবই জরুরী। তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রাতুল। তাকে বলে বিষয়টা। বন্ধু তো হেসেই উড়িয়ে দিল। বলল, আরে তুই স্বপ্নে বিশ্বাস করিস ? যত্ত সব ফালতু বিষয় বাদ দে তো। "সত্যি তো আমি এত ভাবছি কেন ?" মনে মনে ভাবে সে। অবশ্য সে নিজেও কোন কুসংষ্কারে বিশ্বাসি নয়।


যা হোক, যথা সম্ভব ভুলে থাকার চেষ্টা করতে থাকে সে। তবুও কেন যেন বারবারই মনে আসতে থাকে ঐ স্বপ্নের কথা। ক্লাস শেষে সব বন্ধুরা মিলে আড্ডা দেয় তাদের ক্যান্টিনে বসে। সেখানে গিয়েও কেমন যেন বিমর্ষ হয়ে থাকে সে। বন্ধুরা তাকে বলে কিরে আজ এত উদাস উদাস লাগছে ? ছেকা টেকা খেয়েছিস নাকি ? এই বলে হেসে ওঠে সবাই। সে ও একটু হেসে জবাব দেয়, নারে শরীরটা আজ একটু খারাপ, তোরা থাক আমি বরং যাই। এই বলে উঠে পরে সে। রাস্তায় এসে একটা রিক্সা ডাক দেয়। ভাড়া মিটিয়ে উঠে পরে রিক্সায়। তখনও তার মাথাই ঘুরছে ওই স্বপ্ন।


একটা মোড়ের কাছে আসতেই হঠাৎ একটা প্রাইভেট কার ছুটে আসে পাশের রাস্তা থেকে। ধাক্কা দেয় তার রিক্সাটিকে। ছিটকে পড়ে সে। ব্যথাও পাই কিছুটা। কিন্তু হটাৎই তার মনে হয় ঠিক একই ঘটনা আগেও ঘটেছিল তার জীবনে, ঠিক একই রকম, একই ভাবে। কিন্তু কবে কোথায় মনে করতে পারেনা সে। তার আগেই দেখতে পাই একটা পাচটনি ট্রাক ছুটে আসছে তার দিকে। চোখ বন্দ করে ফেলে সে।......


হঠাৎ ঘুম ভেঙে যায় তার। বুকের ভেতর প্রচন্ড গতিতে লাফাচ্ছে হৃদপিন্ডটা। চাপ ধরে আছে চাপা আতঙ্ক। সারা শরীর ঘামে ভিজে গেছে। সে বুঝতে পারে যে, এইমাত্র সে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। কিন্তু কি দেখেছে মনে করতে পারে না।  কি এমন ছিল তার স্বপ্নে, যা দেখে সে এমন আতঙ্কগ্রস্থ হয়ে গেল? কি এমন ভয়ঙ্কর জিনিষ, যা দেখে তার হাত পায়ে কাঁপন উঠে গেছে ? নাহ্‌ ! কি হল ? মনে মনে ভাবে সে। কিছুতেই মনে করতে পারে না সে ওই স্বপ্নের কথা।...... 


সে এখন স্বপ্ন চক্রে ... 

Comments

Popular posts from this blog

সুর গহীনে

Start of an End

যখন আমি অ্যডিক্টেড ছিলাম!