নিজের রঙে
আমি হাঁটতে শিখিনি...হোছট খাব বলে
আমি বলতে শিখিনি...ভুল বলব বলে
আমি দেখতে শিখিনি...আলো তিব্র বলে
আমি শুনতে শিখিনি...শব্দ কর্কষ বলে
আমি অলস স্থির স্থবির
ধূসর হয়ে ক্ষয়ে যাওয়া
হারিয়ে ফেলা নিজেকে
নিজের রঙে
আমি বলতে শিখিনি...ভুল বলব বলে
আমি দেখতে শিখিনি...আলো তিব্র বলে
আমি শুনতে শিখিনি...শব্দ কর্কষ বলে
আমি অলস স্থির স্থবির
ধূসর হয়ে ক্ষয়ে যাওয়া
হারিয়ে ফেলা নিজেকে
নিজের রঙে
Comments
Post a Comment