Posts

Showing posts from November, 2008

মৃত্যুর চিৎকার

আমার অস্তিত্ব পৃথিবীর নির্জনতায় আমার অন্তিম সুর বাজে কান্নায় বোমার আঘাতে শতছিন্ন এ বুক রক্তের লালিমায় রাঙ্গানো আমার যত সুখ মিথ্যার কালোয় ঢাকা সত্যের সব আলো অসহায় চেয়ে রয় আশাহীন চোখ গুলো ধ্বংশ ধুসর প্রান্তর আমার চিন্তায় আমি বেচে আছি আমি জেগে আছি মৃত্যুর আশায়। নেই শান্তির সাদা ছায়া আকাশে আমার কালো ধোয়ায় আচ্ছন্ন চারিধার বারুদের গন্ধ বয়ে আনে উত্তপ্ত বাতাশ প্রতিহিংশার রঙে রঙহীন বিবর্ন আমার আকাশ চিৎকার, হাহাকার, ক্ষুধা আর ক্লান্তিতে ভেঙ্গে পড়া আমি শুনি বিদ্ধস্ত ক্ষত দেয়ালের শেষ দীর্ঘশ্বাস মৃত্যুর ছায়া দেখি সময়ের আয়নায় আমি বেচে আছি আমি জেগে আছি মৃত্যুর আশায়। মৃত্যু আজ মৃত্যু চারিধার কান পেতে শুনি মৃত্যুর চিৎকার..........

সভ্যতার বন্দি...

বর্ষার চাদর মুড়ে প্রকৃতি আজ সেজেছে নতুন রুপে যেদিকে তাকাই ধুসর ঝাপসা সবুজ যেন জলরঙে আঁকা কোন ছবিতে ঢেলে দিয়েছে কেউ পানি সব সেডের সবুজ গুলো লেপ্টে একাকার শুধু একটি সবুজে... আকাশ কিন্তু কালো নয় কেমন একটা ঘোলা ভাব বাতাশ কি আছে ? বোঝা যায় না... শুধুই বৃষ্টি। মাঠের পানিতে অকারন খেলায় মত্ত পাঁচটি বালক তাদের কারো কোমরে হয়ত একটি কালো সুতো, কারো বা তাও নেই... কিন্তু তাতে ওরা মোটেও বিচলিত নয় কারন ওরা যে বাহুল্য বর্জিত প্রকৃতির সন্তান। প্রকৃতির সাথে মিলে মিশে একাকার। আমারও ইচ্ছে হয় মিশে যেতে হারিয়ে যেতে প্রকৃতির ঐ একরঙা সবুজে কিন্তু হায়... আমি যে পারিনা আমি যে বহু বাহুল্যের বেড়াজালে আটকে পড়া অসহায় সভ্যতার শেকল আমার পায়... তাই আমি চেয়েরোই, জানালার এ ধার থেকে, গ্রিলের ফাক গলে, যতটুকু দেখা যায়... আমি কি বন্দি?

অর্থ হীন মূর্ততা

খোলা ছবি অস্পস্ট দৃষ্টি পিচ ঢালা পথ উজ্জল রোদ আদফালি চাঁদ দৃষ্টিতে কুয়াশা দুটি কাক ক্রমে দূরে ভেজা মাটি সোদা গন্ধ শুকনো ঘাস শব্দহীন খালি পা... কথা আর শব্দ বড় শহর অচেনা অনেক লোক যত দূর নীল মেঘ সাদা আকাশ কালো কালো ভয় হয় হারানোর নিজেকে জানিনা গন্তব্য কোথা যাব কিভাবে? প্রশ্ন... কে আমি? কেন আমি?

মানসিক...

যান্ত্রিক এই নগরের যান্ত্রিকতায় যন্ত্র বনেযাওয়া আমি আর প্রায় বিলুপ্ত মন, প্রায়ই বিদ্রহ করে বসে। বেরিয়ে আসে খুবি মানসিক কিছু কথা। হয়তো অযথা কতকটা অর্থহীন। সেগুলো নিয়েই আমার ব্লগ মানসিক।