Posts

Showing posts from April, 2021

আপনারা যারা মুমিনুল গং এর সাথে ইসলামী বিপ্লব ঘটাতে চান …

Image
আপনারা যারা মুমিনুল গং এর সাথে ইসলামী বিপ্লব ঘটাতে চান …  অবশ্যই ইসলামী বিপ্লব একটা ব্যাপার বটে। তবে তার আগে নিজেদের অওকাদ কতটুকু সেইটাও একটু দেখে নিবেন। থামেন আগেই দা বটি নিয়ে ছুইটা আইসেন না। কোন দুঃখে এই কথা বলি সেইটাও একটু শুনেন।  একটা প্রশ্ন করি মহানবীর হাতে মদিনায় ইসলাম প্রতিষ্ঠার পর এত দ্রুত কেন প্রায় অর্ধেক পৃথিবী ইসলামী শাসন ব্যবস্থার আন্ডারে চলে এলো? সেই শাসন ব্যবস্থা চললো প্রায় ১০০০ বছর। তার মানে নিশ্চয় কিছু একটা ছিল তাই না? যা মানুষ গ্রহণ করতে বাধ্য হয়েছিল। কি ছিল সেইটা? কারণ টা হলো, সেই সময় ইসলাম ছিল সেই যুগের তুলনায় অনেকটাই আধুনিক, অগ্রগামী। ইউরোপ যখন অন্ধকার যুগে আর এশিয়া যখন কুসংস্কারে নিমজ্জিত ইসলাম তখন আধুনিক সভ্যতা, শাসন ব্যবস্থা নিয়ে রাজ্যের পর রাজ্য জয় করে গেছে। সর্বশেষ যেই অটোমান আমলে ইসলাম সবচেয়ে বড় সাম্রাজ্যে পরিণত হয় তখনো ইউরোপ ধর্মান্ধ পোপ আর গির্জার প্রভাব থেকে বের হতে পারেনি। এই কথা গুলো বলার উদ্দেশ্য হচ্ছে স্পষ্টতই যখন ইসলাম পৃথিবী শাসন করছে তখন তারাই ছিল সেই সময়ের সবচেয়ে আধুনিক সম্প্রদায়। জ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে রাষ্ট্র কিংবা সামরিক বিদ্যা, ইতি...