Posts

Showing posts from May, 2014

টাইম মেশিন (গল্প - সায়েন্সফিকশন)

Image
২১০০ সাল তখন সবাই অনেক এডভান্সড টেকনোলজিকালি। তো হলো কি হঠাত একদিন এক বিজ্ঞানি একটা ওয়ারমহোল* বানায় ফেলল। একটা না আসলে দুইটা, বেশ বড় সাইজের যার মধ্যেদিয়ে একজন ঢুকে অন্য ওয়ার্মহোল দিয়ে বের হয়ে আসতে পারে। তার মানে দুইটা ওয়ার্মহোল ১ মাইল দুরে রাখলেও একটাদিয়ে ঢুকে অন্যদিক দিয়ে বের হতে ১ সেকেন্ড লাগবে। তো সে তার বেস্ট ফ্রেন্ডকে ডাকল জিনিষ টা দেখাতে। বন্ধুকে বলল, দোস্ত দোস্ত দেখ কি বানাইছি আমি। আস্ত একটা ওয়ার্মহোল! তার দোস্ত বলল, আরে চরম জিনিষ তো দোস্ত। একটা আমারে দিবা? তাইলে আমার বাসায় একটা রাখব আর কষ্ট কইরা তোমার বাসায় জ্যাম ঠেলে আসা লাগব না। একদিক দিয়া ঢুকব আর তুমার বাসাই আইসা পরব।   তকখন বিজ্ঞানী বলল, অকে তুমি চাইছ যখন না তো আর পারিনা করতে। তো তার বন্ধু একটা ওয়ার্মহোল নিয়ে তার গাড়িতে উঠল। গাড়িতে উঠতেই গাড়ি করল ব্রেক করল ফেল। ভবিস্যতের গাড়ি বলে কথা। স্পিড এক লাফে উঠে গেল প্রায় আলোর গতির ১ লক্ষ ৮০ হাজার মাইলে। ভাগ্যিস তখনকার গাড়ি রাস্তায় না চলে উপর দিয়ে উড়ত। তাই এক্সিডেনট ছাড়াই সে পৃথিবীর বাইরে গেল চলে। তারপর অনেক কষ্টেমষ্টে গাড়ি সে নিজেই মেনুয়াল দেখে ঠিক ঠাক করে আবার ফিরে আসল পৃথিবীতে, স