স্বপ্নবতা
বাস্তবতার উল্টা কি স্বপ্নবতা? জাগার বিপরিত ঘুম, তাই যদি হয় বাস্তবের বিপরিত তো স্বপ্ন হতেই পারে। আচ্ছা আমি কি এখন স্বপ্ন দেখছি না যেগে আছি। কিভাবে বুঝব? স্বপ্ন নাকি রংহীন কে বলছে এই কথা? এইতো আমি সবুজ ঘাস দেখতে পাচ্ছি। আচ্ছা ঘাস আসলো কোথা থেকে? আমি কোথায় এখন? হুম এইটা একটা মাঠ। সেতো দেখতেই পাচ্ছি। কিন্তু এখানে কেন আমি? আরে ধুর স্বপ্নের কোন আগা মাথা থাকে নাকি? এখন মাঠে আছো একটু পরে দেখবা ছাদে এই তো স্বপ্ন। কিন্তু আমি যে স্বপ্নই দেখছি কে বলল? হুম প্রমান করা যায়। কিভাবে? চিমটি কেটে? আরে নাহ ওইসব ভুয়া স্বপ্নে চিমটি কাটলে কারো ঘুম ভাঙেনা। তাহলে? খুব সহজ এইযে তুমি আমার সাথে কথা বলছ, আসলে তুমি তো আমিই আবার আমিই তুমি, কিন্তু কত সুন্দর কথা বলছ, বাস্তব হলে কি পারতে? কেন পারতাম না? নাহ। বাস্তবে তোমার স্বত্বা এক। কিন্তু পরাবাস্তবে তুমি অনেক। অনেক স্বত্বা। অনেক? কই আমি তো সুধু তোমার সাথেই কথা বলছি। আর কই? এইতো আমরা। তোমরা? তোমরা কারা? আমরাই তুমি। তুমিই আমরা। আচ্ছা আমি পাগল হয়েগেছি না তো? দুনিয়ার কেউ পাগল না। তাহলে পাগল কারা? যারা বাস্তবতা থেকে স্বপ্নবতায় চলে যায় তাদেরই তোমরা নাম দিয়েছ পাগল। তাদের কা...