ফর্সা নাকি কালো? কিভাবে কেন?
এই এড টা দেখে মাথায় আসলো আসলেই তো বাচ্চা ফর্সা হবে না কালো এইটা কার গায়ের রং এর উপর ডিপেন্ড করে? বাবার নাকি মায়ের? যেহেতু গায়ের র: জেনেটিক ব্যাপার অবস্যই বাবা মায়ের রংএর উপর নির্ভর করবে। তাই একটু নেট ঘাটলাম (আমার আবার কিছু হইলেই নেট ঘাটার অভ্যাস)। ঘেটে যেইটা জানলাম খুবই ইন্টারেস্টিং ব্যাপার। যেটা আগে জানতাম না। আমার ধারনা অনেকেই আমার মত বিষয় টা জানে না। না হলে এত বড় কোম্পানি বিলবোর্ড জুড়ে এই বিজ্ঞাপন দিত না। আমরা মোটামুটি সবাই জানি (যারা এসএসসি তে বায়লজি ছিল অন্তত) আমাদের প্রতিটা কোষের নিউক্লিয়াসের মধ্যে থাকে ডিএনএ (DNA)। এই ডিএনএ এর মধ্যেই আমাদের ডিজাইন এর কোড টা লেখা থাকে (মানুষের ক্ষেত্রে তা প্রায় ৬০কোটি)। একটা DNA মোটামুটি ৬ফিট লম্বা হয় নিউক্লিয়াসের মধ্যে প্যাচায়গুচায় থাকে (হেডফোনের তারের মত)। এই DNA আবার ৪৬টা ভাগে ভাগ করা থাকে। প্রতিটা কে বলে ক্রোমজম। এর ২৩টা হল বাবার আর ২৩ টা হল মায়ের। এই পর্যন্ত আমরা সবাই জানি। এখন এই ২৩ জোড়া ক্রোমোজোমের মধ্যো মাত্র এক জোড়া মানে ২টা ক্রোমজম আছে যাদের কারহনে আমরা ছেলে অথবা মেয়ে। বাকি গুলা অন্যান্য কাজে যেমন চোখ কান নাক হাত পা হাড্ডিগুড্...