Posts

Showing posts from November, 2013

প্রোগ্রামারের স্বপ্ন (গল্প)

Image
[প্রিয় হুমায়ুন আহমেদের জন্মদিনে তাঁকে উত্সর্গ করে করে একটা গল্প লিখতে চেয়েছিলাম। গল্প টা মাথায় ছিল কিন্তু লিখতে লিখতে দেরি হয়ে গেল কি আর করা। গল্প টা অবস্যই তার লেখা থেকেই অনুপ্রাণিত...ক্ষুদ্র প্রয়াস।] আমাকে একটা ইন্টার্ন ছেলে দেওয়া হয়েছে। ছেলেটার নাম সফিক। বেশ সার্প একটা ছেলে। প্রোগ্রামিং এর মাথা ভাল। সহযেই একটা প্রবলেম ধরতে পারে। বেশ অবিডিয়েন্টও। কোন কাজ দিলে খুব উৎসাহের সাথে করে দেয়। কন্টেস্ট করত স্টুডেন্ট থাকাকালে। কন্টেস্টএর ছেলে মেয়েগুলো কে এই জন্যই আমার ভালো লাগে। কোডিং এদের কাছে নেশার মত। কাজ মনেই করে না। তাই এরা ভাল ও করে অন্যদের তুলনায়। তবে একটা প্রবলেম আছে তা হল প্রোগরামিং যে শেষ পর্যন্ত একটা প্রোডাক্ট আর প্রোডাক্ট মানেই বিজনেস এইটা বুঝতে এদের অনেক দিন লেগে যায়। যাই হোক, একটা নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করছি একটু জটিল বিষয় টা কয়েকটা প্লাটফর্মে এক সাথে। বেশ চ্যালেন্জিং। টিমের সবাই অনেক এক্সাইটেড। সফিক সবচেয়ে বেশি। এটাই ওর প্রথম কোন সত্যিকারের কাজ, হওয়াটাই সাভাবিক। মনে আছে আমিও প্রথম কাজটা নিয়ে কতটা এক্সাইটেড ছিলাম। সেদিন বিকালে একটা প্রবলেম নিয়ে বসে আছি, ভাল যন্ত্রনা দিচ্ছে। ভেব