Posts

Showing posts from 2012

স্বপ্ন চক্র (গল্প)

Image
হঠাৎ ঘুম ভেঙে যায় তার। বুকের ভেতর প্রচন্ড গতিতে লাফাচ্ছে হৃদপিন্ডটা। চাপ ধরে আছে চাপা আতঙ্ক। সারা শরীর ঘামে ভিজে গেছে। সে বুঝতে পারে যে, এইমাত্র সে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। কিন্তু কি দেখেছে, মনে করতে পারে না।  কি এমন ছিল তার স্বপ্নে, যা দেখে সে এমন আতঙ্কগ্রস্থ হয়ে গেল? কি এমন ভয়ঙ্কর জিনিষ, যা দেখে তার হাত পায়ে কাঁপন উঠে গেছে ? নাহ্‌ ! কি হল ? মনে মনে ভাবে সে। কিছুতেই মনে করতে পারে না সে ওই স্বপ্নের কথা। বালিশের পাশ থেকে হাতরে চশমাটা তুলে চোখে দেয় সে। এরপর তাকায় দেয়াল ঘড়িটার দিকে। সেখানে তখন বাজে সাতটার কিছু বেশি। ব্যস্ত হয়ে উঠে বসে। হায় হায় সাতটা বাজে ? সাড়ে আটটায় না তার ক্লাস ?! উঠে পড়ে বিছানা থেকে। বাথরুমে যায়, ব্রাস করে, এর পর নাস্তা... ঢুকে যায় প্রাত্যহিক ব্যস্ততার মধ্যে। কিন্তু পিছু ছাড়ে না তাকে সেই স্বপ্ন। কি এমন দেখে ছিল সে ঐ শেষ রাতের স্বপ্নে ? নাহ্‌ কিছুতেই মাথাই আসে না তার। যেন একটু একটু এসেই আবার হারিয়ে যাচ্ছে। অনেকটা পেটে আসছে মুখে আসছে না এর মত। ক্লাসে গিয়েও মন বসাতে পারেনা পড়াতে। স্যার কি পড়াচ্ছেন কিছুই তার মাথায় ঢুকছে না। শুধু মাথার ভেতর একই ...