Posts

Showing posts from 2010

জড়তা

Image
অর্থহীন অবসর অনন্ত কাল অপেক্ষা গতিহীন নিশ্চল সময় জড় বস্তুর মত বেচে থাকা বসে থাকা অনেকের মাঝে একা হারিয়ে ফেলা জীবনের এক তৃতিয়াংশ জ্যামে বসে এস এম এস কাব্য ...  December 2, 2010

মৃত্যু দেখে আর কাঁদিনা

মৃত্যু দেখে আর কাঁদিনা হইনা বিচলিত হোক না যত বিভৎস সে লাশ ধোয়া ওঠা ঝলসানো অথবা চিরে চ্যাপ্টা থ্যাতলানো কিংবা টুকরো করে ছড়ানো মুখ ফিরিয়ে হেটে যেতে পারি পাশ দিয়ে ইন্দ্রিয় আছে তবে নেই তাতে অনুভুতি আমরা চলতে হয় তাই চলি বলতে হয় তাই বলি চোখে কোন দৃষ্টি নেই মনে কোন বাসনা নেই ভালোবাসা নেই আবেগ নেই বুকের মধ্যে কষ্ট নেই আমরা শুধুই বেচেরই এখনো মরিনি বলে সত্যিই কি মরনি? নাকি একদল জিবাম্মৃত এই ভুতুড়ে বিষাক্ত শহরে?

নিজের রঙে

আমি হাঁটতে শিখিনি...হোছট খাব বলে আমি বলতে শিখিনি...ভুল বলব বলে আমি দেখতে শিখিনি...আলো তিব্র বলে আমি শুনতে শিখিনি...শব্দ কর্কষ বলে আমি অলস স্থির স্থবির ধূসর হয়ে ক্ষয়ে যাওয়া হারিয়ে ফেলা নিজেকে নিজের রঙে