Posts

Showing posts from 2024

Start of an End

Image
আওয়ামীলীগ তাদের এই পুরো শাসনামলে এটলিস্ট একটা কাজ করতে পেরেছে তা হলো এই প্রজন্ম কে মুক্তিযুদ্ধের চেতনা কে ধারণ করা শিখিয়েছে। বঙ্গবন্ধু কে চিনিয়েছে। মুক্তিযোদ্ধা আর রাজাকার এর পার্থক্য বুঝিয়েছে। মুক্তিযুদ্ধের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক কিংবা অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে এমনকি খোদ আওয়ামী লীগের বড় বড় পদধারী নেতা দের চেয়েও অনেক ক্ষেত্রে বেশি জানে এই প্রজন্ম। তারা জানে স্বাধীনতার প্রকৃত অর্থ কি। আপনারা নিজের অজান্তেই এক একটি মুক্তিযোদ্ধা তৈরি করে ফেলেছেন। যেই যোদ্ধারা ৫২ এর অন্যায্য দাবি মেনে নেয় নি। যারা ৬৯ এর সড়যন্ত্র মেনে নেয় নি। যারা ৭১ এর হানাদারের বিরুদ্ধে লড়াই করে দেশটাই স্বাধীন করে ফেলেছে। আপনি এখন সেই প্রজন্মকে দাবায় রাখতে চাইলে তারা মেনে নিবে না এটাই স্বাভাবিক। তারা অন্যায় দেখলে চুপ থাকবে না এটাই স্বাভাবিক। তাদের কে আর ভুগিচুগি দিয়ে বুঝায় রাখা যাবে না। আপনি তাদের রাজাকার বললে তারা প্রচণ্ড অপমানিত বোধ করবে। অভিমানে ছুড়ে ফেলতে দ্বিধা করবে না শৈশবের প্রিয় লেখক কেও। তারা এক পলকেই বুঝে নিবে কে আসল আর কে চেতনার মুখোশধরি। এই প্রজন্ম কে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে দিয়ে আর বি...

সুর গহীনে

Image
আমার একলা মনের গহীন কোনে বাসা বাঁধে কোন সে সুর আমার স্বপ্নচূড়ার অগোচরে চাঁদের শহর অনেক দূর দূর... বহু দূর... দূরে দূরে ভবঘুর। আমার একলা মনের গহীন কোনে বাসা বাঁধে কোন সে সুর... মুঠো ফোনে পর্দা জুড়ে বয়ে যাওয়া কোন সে সুখী মন গহীনের বাদল ছায়ে পাষাণ হৃদয় কোন বিরাগী দূর... বহু দূর... লুকোচরি মেঘ রোদ্দুর। আমার একলা মনের গহীন কোনে বাসা বাঁধে কোন সে সুর... অন্তর্জালের অতল তলে নাই বা পেলাম তোমার দেখা ভালোবাসার অস্ফুট স্বর সুর সাগরে ভাসবো মোরা... দূর... বহু দূর... সুরে সুরে সুমধুর... আমার একলা মনের গহীন কোনে বাসা বাঁধে কোন সে সুর...