সুর গহীনে
আমার একলা মনের গহীন কোনে বাসা বাঁধে কোন সে সুর আমার স্বপ্নচূড়ার অগোচরে চাঁদের শহর অনেক দূর দূর... বহু দূর... দূরে দূরে ভবঘুর। আমার একলা মনের গহীন কোনে বাসা বাঁধে কোন সে সুর... মুঠো ফোনে পর্দা জুড়ে বয়ে যাওয়া কোন সে সুখী মন গহীনের বাদল ছায়ে পাষাণ হৃদয় কোন বিরাগী দূর... বহু দূর... লুকোচরি মেঘ রোদ্দুর। আমার একলা মনের গহীন কোনে বাসা বাঁধে কোন সে সুর... অন্তর্জালের অতল তলে নাই বা পেলাম তোমার দেখা ভালোবাসার অস্ফুট স্বর সুর সাগরে ভাসবো মোরা... দূর... বহু দূর... সুরে সুরে সুমধুর... আমার একলা মনের গহীন কোনে বাসা বাঁধে কোন সে সুর...