Posts

Showing posts from 2020

আচমকা

Image
এক দমকা বাতাস উঠলো আকাশ মেঘে মেঘে মেঘে ছেয়ে গেলো মনে মনে মনে ছুঁয়ে গেলো আচমকা...আচমকা ।। তোমার ধুলো ধূসর জানালায়  স্মৃতি গুলো সব  ধুয়ে ধুয়ে ধুয়ে জল  হয়ে হয়ে এঁকে যায় কত শব্দ  আচমকা...আচমকা ।। অজানা কাব্যেরা সব শব্দ ভুলে মান অভিমানে জমে জমে  ক্ষোভ হয়ে হয়ে ঝরে ঝরে  ভেজা চিল হয়ে উড়ে যায়  আচমকা...আচমকা ।। রোদেলা দিনগুলো  সব হয়ে থাক  আঁধারের করাবন্দি মরীচিকা নদী বয়ে যাক আচমকা...আচমকা ।। হাসি আর কলরব সব  জলরঙ হয়ে ছড়িয়ে  গড়িয়ে জড়িয়ে লেপ্টে  ব্লটিং কাগজে শুষে নিক আচমকা...আচমকা ।।