মৃত্যু দেখে আর কাঁদিনা
মৃত্যু দেখে আর কাঁদিনা হইনা বিচলিত হোক না যত বিভৎস সে লাশ ধোয়া ওঠা ঝলসানো অথবা চিরে চ্যাপ্টা থ্যাতলানো কিংবা টুকরো করে ছড়ানো মুখ ফিরিয়ে হেটে যেতে পারি পাশ দিয়ে ইন্দ্রিয় আছে তবে নেই তাতে অনুভুতি আমরা চলতে হয় তাই চলি বলতে হয় তাই বলি চোখে কোন দৃষ্টি নেই মনে কোন বাসনা নেই ভালোবাসা নেই আবেগ নেই বুকের মধ্যে কষ্ট নেই আমরা শুধুই বেচেরই এখনো মরিনি বলে সত্যিই কি মরনি? নাকি একদল জিবাম্মৃত এই ভুতুড়ে বিষাক্ত শহরে?