স্মৃতি আর আমরা সব
এই থাকা এই পথ চলা চলতে চলতে মিশে যাওয়া সবার সঙ্গে সবাই হারিয়ে গিয়ে একাকার হৃদয়ের ঊষ্ণতায়। অকারনেই হাসা, রাগ, অভিমান, অকারন আনন্দে মাতা, হুল্লোড়, খুনসুটি, গেয়ে ওঠা চেনা কোন সুর গলা মিলিয়ে একসাথে ভালোবাসায় সিক্ত হওয়া বারবার আমরা সব। তবে জানি না কেউ দেখছে কিনা দিন গুলো চলে যাচ্ছে দ্রুততায় অবিরাম কেউ খেয়াল করছে কিনা জানি না মূহুর্ত গুলো জমছে শুধুই স্মৃতির পাতায় বয়ে বেড়াতে হবে জানি এই অসহ্য স্মৃতি গুলো আমৃত্যু কেমন হবে সেই দিনটি? হাঁটতে হাঁটতে হঠাৎই খেয়াল হবে পাশে কেউ নেই ফেলে এসেছি বহু দূরে অথবা অন্য কোন পথে সবাইকে একাকিত্বে সমস্ত স্থির আকাশ, বাতাশ, গাছ, পাতা, বাড়ি, ধুলো, এমনকি নিজের ছায়াও তাকিয়ে করুনায় স্মৃতি নিয়ে একা দাঁড়িয়ে আমি আর আমার নিঃশব্দ আত্মচিৎকার।